২ তারিখ সন্ধ্যায় হঠাৎ করেই সিদ্ধান্ত হল, সবাই মিলে পাটুরিয়া যাচ্ছি। ছবি তুলতে। যাওয়ার দিন ঠিক হল, ৯ তারিখে। পাটুরিয়া যাবার কথা শুনে প্রথমে অনেকেই যাবার জন্য হাত তুললেও শেষ পর্যন্ত গেলাম ছয় জন। সুদীপ্ত ভাই, টিটো ভাই, সুজায়াত ভাই, তুর্য, শুভ আর আমি।
ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে আমাদের রওনা দেবার কথা ছিলো ১০:৩০ এর দিকে। কিন্তু না না কারনে রওনা দিতে হয় প্রায় ১২:৩০ এর দিকে। গাবতলী পার হবার পরে গাড়ীর গতি দেখে ....মনে মনে গাইতে ছিলাম.... গাড়ী চলে না চলে না চলেনা রে......
কি আর করা..... গাড়ী তার আপন গতি...
|